কথা৭১টিভি এর আয়োজনে বৈশাখী উৎসব উদযাপন ১৪৩২ বাংলা।
আনন্দে মুখরিত জেলা শিল্প কলা একাডেমি চট্টগ্রামে, গত ১৯ এপ্রিল ২০২৫ রোজ শনিবার আয়োজন করা হয় বর্ণাঢ্য নববর্ষ উৎসব। জনপ্রিয় অনলাইন টিভি চ্যানেল কথা৭১.টিভি এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি গান, নৃত্য, আবৃত্তি আলোচনা দিয়ে সজ্জিত ছিল এই আয়োজন।
অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন স্নিগ্ধা আচার্য।উপদেষ্টা কথা৭১টিভি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রিয়াজ ওয়াইজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
সঞ্চয়ন নাথ, কাঞ্চন দে, কল্যাণ রায়, পার্থ প্রতিম ঘোষ, তাপস আচার্য এবং এম আর সি বাবু।
স্বাগত বক্তব্য রাখেন সরণ সাহা
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পপি দে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাডভোকেট শিমুল কুমার নাথ, উপদেষ্টা কথা৭১ টিভি।
অনুষ্ঠান জুড়ে সঞ্চালনার দায়িত্বে ছিলেন সোমা সরকার, নিতা পান্থ, নিতু, দুর্জয় দাশ, জয়ন্তী দেবী ও রুমা বড়ুয়া—যাদের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সার্থক ও আকর্ষণীয় একটা গ্রহণ যোগ্য অনুষ্ঠান ।
দলীয় সংগীত পরিবেশন করেন:- মুর্ছনা সংগীত একাডেমি। ত্রি-কলা সংগীত একাডেমি ও সুরাঙ্গন বিদ্যা পীঠ।
নৃত্য পরিবেশন করেন:-জয়ন্তী দেবী,রূপকথা নাথ দিবা সহ আরো অনেকে, একক আবৃত্তি পরিবেশন করেন রূপান্বিতা নাথ রাত্রি, ঝুম তালে সংগীত পরিবেশন করেন কথা৭১টিভির শিল্পীবৃন্দ।
এই অনবদ্য আয়োজনটি বাংলা সংস্কৃতিকে তুলে ধরার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।
কথা৭১টিভি এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সজল কুমার নাথ বলেন বাঙালীর চিরায়ত উৎসব নববর্ষকে ঘিরে আমাদের এই আয়োজন বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে আগামীর প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রয়াস মাত্র, বাঙ্গালির প্রানের উৎসব বাংলা নববর্ষ।।
Leave a Reply