1. sajalnath8181@gmail.com : admin2020 :
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন

সুপ্রিয়া চৌধুরী
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৩৭১ বার পঠিত

কোভিড১৯
কলমেঃ- সুপ্রিয়া চৌধুরী।

সত্যি বলছি ভাই,
কঠোর লকডাউনে,
উর্ধগতির কোভিড১৯ সংক্রমণে,
আমার মাথার ঠিক নাই।

ভেবেছিলাম, গণহারে
চিকিৎসক বদলি করেই
মহামারী ঠেকানো যায়।

আসলে হয়েছে কি ভাই,
জনগণের দুঃখ আমি
সহিতে নাহি পাই,
দিগবিদিক শূন্য হয়ে
সিদ্ধান্ত নিয়ে ফেলি তাই।

সময় এ-তো অল্প,
কারো সাথে পরামর্শ করবো
সেই উপায়ও নেই তো।

আমার সাগরেদরা
আর তাদরে মেশিনগুলো,
মাঝে মাঝেই কাজ
করে ফেলে এলোমেলো।

দেখুন তো কি কান্ড,
মৃত অবসরপ্রাপ্ত ডাক্তারকেও
পদায়ন দিয়ে দিলো।

কোভিড১৯ মহামারীতে
চিকিৎসা দিতে গিয়ে
মৃত্যু প্রাপ্ত ১৫৯ জন
ডাক্তারের তালিকা নাকি
একটু দূরে ছিল।

স্বজনহারাদের আহাজারি
সর্বদা নাকি উঠে
তাদের কানে বাজি,
তাই উঠার সময়ই পেলো না
নিজ নিজ চেয়ার ছাড়ি।

আপনিই বলুন,
ওইসব মৃত ডাক্তার
থুক্কু শহীদ ডাক্তারের
তালিকা আনবে কেমন করি?

শুধুই অবসরপ্রাপ্ত আর
মৃত ডাক্তারই নয়,
চাকুরী ছেড়ে চলে যাওয়া
ডাক্তারও নাকি পদায়ন
তালিকায় ঢুকে গেছে,
ফাঁকি দিয়ে জারিজুরি।

বলুন তো,
এরপরও মাথা ঠান্ডা রাখি
কেমন করি?

ইন্টারনেট নাকি ঠিক মতো
কাজ করছিলো না,
কম্পিউটারেও হাজারো
ভাইরাসের আনাগোনা।

তারপর তো আর
ক্ষমা না করে থাকা যায় না।
প্লিজ,
নিজগুণে ক্ষমা করে দিন।
ক্ষমা মহত্ত্বের লক্ষণ,
ভুলে যান,
কে কি ভুল করেছিল কখন।

মানুষ মাত্রই ভুল করে,
আমরা নিজেই ঠকে যাই
নিজের পায়ে কুড়োল মেরে।

তবুও বলি,
ক্ষমা মহত্ত্বের লক্ষণ,
একথা ভুলবেন না বিলক্ষণ।
যদিও আমরা ছোটবেলায়
সবাই শিখেছি,
বড়বেলায় না হয়
ভুল করে ভুলে গেছি।

চিল্লাইয়া কন্ ঠিক কি-না???

আমার মাথায়,
হাজারো চিন্তা ভাই।
এ-ই যে-মন ধরুন,
২ হাজার ৯২৫ জন চিকিৎসক,
করোনা আক্রন্ত হয়েছেন
চিকিৎসা সেবা দিতে গিয়ে।
তাদেরকেও তো প্রনোদনা দেওয়া চায়,
যেন তাদের মনোবল ভেঙে না যায়।
আর আপনারা বলছেন,
কোনদিকেই আমার খেয়াল নাই।

দিনরাত কাজ করছি,
মাথার ঘাম পায়ে ফেলছি।
করোনা ভাইরাস মহামারী মোকাবেলায়
একসঙ্গে ১ হাজার ২৫১ জন চিকিৎসককে
বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে পাঠিয়ে দেওয়া চায়।
দেখবেন তখন, কি দারুণভাবে,
করোনা মহামারী একেবারে থেমে যাবে।

আর তাছাড়া আমাকে তো
নিশ্চিত করতেই হবে,
জনগণ যাতে সঠিক চিকিৎসা সেবা পায়,
চিকিৎসকগণ যাতে কোন অবস্থায়
নিজ নিজ চেম্বার নিয়ে
ব্যস্ত হয়ে না যায়।

হাজারো ঝামেলায়
মাথা ঠিক রাখাই দায়?
আপনারাই বলুন,
এখন কি উপায়?

সকলের সম্মিলিত প্রচেষ্টাই তো
মহামারী ঠেকানো যায়।
ঠিক কিনা?
কি বলেন ভাই???

৭ জুলাই ২০২১ খ্রিস্টাব্দ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..


© কথা৭১.টিভি দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
themesbazarkotha71254