যদি।
সজল কুমার নাথ।
যদি কখনো ব্যাথা পাও মনে
একলা ডেকো আমায়
কোন এক বিকিলে।
যদি কখনো কষ্ট লাগে মনে
একলা ডেকো আমায়
সঙ্গ দিবো তোমার মনে।
যদি কখনো নিস্তব্ধতা থেকো
একলা ডেকো আমায়
তোমার অনুভূতির কথা বলবে নিশ্চুপ কোন সন্ধ্যা লগ্নে।
যদি অশান্তি লাগে মনে মনে
একলা ডেকো আমায়
জোৎস্নার আলোয় তাঁরা জ্বলবে কল্পনার নীল ছবি এঁকে দিবো তোমার হৃদয় স্পন্দনে।
যদি অশ্রু টলটল করে আঁখির পানে
একলা ডেকো আমায়
নরম হাতে পরশ দিয়ে মুছে দিবো অশ্রু কেউ যেন দেখে না ফেলে।।
Leave a Reply