জানতে না তুমি
কলমেঃ- মুন্নি আক্তার
আমি জানতাম কতটুকু পথ গেলে আমি পেতাম তোমায়
জানতে না তুমি,
কতটুকু পথ কোমল করেছিলাম আমি, কতটুকু জ্বালায়।
কতটুকু কাছে আসলে পেতাম তোমার উত্তাপ, আমি জানি।
তুমি জান না,
উত্তাপহীন প্রেম মানে জলছাড়া নদী
ঢেউ নেই, দোলা নেই-স্থির রূপোর নৌকো
পারদের মত যদি গলে যেতো তাপে, উত্তাপে
ডুবে যেতাম, মরেই যেতাম, বেঁচে যেতাম নবজঠরে।
আমি জানতাম কতটুকু জল বয়ে গেলে পর পৌছতাম তোমায়
জানতে না তুমি
কতটুকু পথ কেটেছি, ডুবসাঁতার আমি, কতটুকু জ্বালায়।
Leave a Reply