শিল্পীর পরিচয়।
সৌম্যজিৎ বন্দ্যোপাধ্যায় একজন সংগীত শিল্পী, তিনি বর্তমানে জলপাইগুড়িতে থাকেন। তার জন্মস্থান উত্তর ২৪ পরগনা জেলার শ্যামনগর নামক স্থানে। স্কুল জীবন তিনি কাটে ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে। গানের সাথে প্রাতিষ্ঠানিকভাবে সাক্ষাৎ সেখানে।
পরবর্তীকালে ঝাঁসির বুন্দেলখান্ড ইউনিভার্সিটি তে ইংরেজি সাহিত্যের সাথে সংগীত নিয়ে পড়াশোনা স্নাতক স্তরে। স্নাতকোত্তর স্তরে শাস্ত্রীয় সংগীত নিয়ে বিশেষ পত্রে গুরমিত সংগীত নিয়ে পাস করেন। বাংলা গানের প্রতি বরাবরই টান ছিল।সংগীত শিল্পীর মাতা পূর্ণিমা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে রবীন্দ্রসঙ্গীতের হাতে খড়ি শেখা।
শাস্ত্রীয় সংগীত সিলেবাস এর খাতিরে শেখার জন্য বিভিন্ন গুরু সান্নিধ্য তার নেই। পরবর্তীকালে ধ্রুপদ ধামারে মনোনিবেশ করেন।
তিনি লোকসংগীত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠক্রম প্রাইভেটে শিখেছেন। কীর্তন শিখেছেন প্রথমে পল্লব সরকার মহাশয় এর কাছে।
বর্তমানে শিখছেন তিমিরবরণ মহাশয় এর কাছে। বাংলা গান বিশেষত পুরাতনী গানের তালিম তিমির বরণ মহাশয়ের কাছে।
ধ্রুপদ ধামার শিখছেন খন্ডার বাণী ঘরানার অরুণ ভট্টাচার্য মহাশয় এর কাছে। বাংলা সাহিত্যে বাংলা গানের বিবর্তন ধারা কে সবার সামনে তুলে আনার প্রচেষ্টা। সঙ্গে চলছে গান নিয়ে কিছু লেখালেখি। হারিয়ে যাওয়া গানটির সংরক্ষণের দিকে অধিক লক্ষ রয়েছেন।
Leave a Reply