তফাৎ।
কলমেঃ- সজল কুমার নাথ
হয়তো জীবনে ভালোবাসা করাটা নয়
ভালো থাকাটাই ভালোবাসার একান্ত কাম্য,
এইটাই তফাৎ
কেউ ভালোবাসা পেয়ে ভালো থাকার বাসনা করে,
কেউ আবার ভালোবেসে ভালোই থাকে।
কেউ কষ্ট পেয়েও ভালো থাকে নিজের মতো করে
তফাত
কেউ আবার কষ্ট দিয়েই ভালো থাকে নিজের মতো করে।
কেউ মুখে হাসি নিয়ে ভালো থাকে জীবন ধরে,
কেউ চোখের জল নিয়ে ভালো থাকে।
তফাৎ এই।
কেউ অন্যের উপকার করে ভালো থাকে,
কেউ আবার অন্যের ক্ষতি করেই ভালো থাকে।
কেউ নিজেকে প্রতিষ্ঠিত করে ভালো থাকে,
কেউ আবার অন্য’কে প্রতিষ্ঠিত করাতে ভালো থাকে।
কেউ ভ্রমণ করতে ভালো লাগে,
কেউ ভ্রমণ করাতেই ভালো লাগে।
তফাৎ এই টুকু।
কেউ চাঁদ দেখে অনুভূতি প্রকাশ করে
কেউ চাঁদ দেখে অনুতপ্ত করে।
কেউ স্বপ্ন বুনে দালান ঘরে ঘুমিয়ে
কেউ স্বপ্ন বুনে কুঠির ঘরে ঘুমিয়ে।
তফাৎ এইটুকুই।
Leave a Reply