কবিতাঃ-বন্ধুত্ব হবে।
কলমেঃ-সজল কুমার নাথ।
তোমার সাথে আমার কখনো প্রেম হবে না,
বন্ধুত্ব হবে,
তোমার সাথে আমার ভালোবাসি এইকথা কখনো হবে না,
ভালোবাসা হবে।
তোমার সাথে আমার কখনো ঝগড়া হবে না
মিমাংসা হবে,
তোমার সাথে আমার নিত্য পরিচয় হবে
নতুনের মতো নতুন করে।
তোমার সাথে আমার প্রেমিক বা প্রেমিকা হবে না
প্রেমের রুপকথা হবে,
তোমার সাথে আমার কখনো মিলন হবে না
মিলন-মেলা হবে,স্বপ্নে বাসর হবে।
তোমার সাথে আমার কোন স্বার্থ নেই
তবেই স্বার্থকতার সমর্থন আছে,
তোমার সাথে আমার কোন অনুভূতি নেই
অনুভব থাকবে আজীবন ধরে।
তোমার সাথে আমার কোন অভিনয় থাকবে না
অভিমান থাকবে,
তোমার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে না
চিরন্তন বন্ধুত্ব থাকবে।।
Leave a Reply