শেষ হলো ‘উত্তরের শুভ্রতা’শীর্ষক ৩ দিনের আলোকচিত্র প্রদর্শনী।
মুন্নি আক্তার, স্টাফ রিপোর্টার :
প্রবাসী আলোকচিত্র শিল্পী অনুরূপ কান্তি দাশের তোলা ‘উত্তরের শুভ্রতা’ শীর্ষক ৩ দিনের আলোকচিত্র প্রদর্শনী শনিবার (২৩ জুলাই) শেষ হয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা অ্যাকাডেমির জয়নুল আবেদিন আর্ট গ্যালারিতে প্রদর্শনী শুরু হয়।
প্রদর্শনীর উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক আবুল মোমেন। প্রতিদিন বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত এই প্রদর্শনীতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তিনদিনের এই প্রদর্শনী পরিদর্শন করেন।
দর্শনার্থীরা উত্তরের দেশ ফিনল্যান্ডের তীব্র শীত আর শুভ্র প্রকৃতি ক্যামেরার মাধ্যমে তুলে আনার ক্ষেত্রে শিল্পীর শৈল্পিক আবহের প্রশংসা করেন।
প্রথমবারের মতো আয়োজিত এ প্রদর্শনীতে স্থান পেয়েছে তার তোলা মোট ২৪টি ছবি।
শিল্পী অনুরূপ কান্তি দাশ বলেন, প্রদর্শনীতে এতো মানুষের অংশগ্রহণ আমাকে উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে। আমি সকলকে ধন্যবাদ জানাই।
এই প্রদর্শনীতে আমি ঋতু পরিবর্তনের ধারায় ফিনল্যান্ডের সৌন্দর্যের বিভিন্ন দিক এবং সেখানকার শীতের ভিন্ন ছবি তুলে ধরার চেষ্টা করেছি। আগামীতে প্রবাসের ঋতু ও জলবায়ু পরিবর্তনের বিভিন্ন দিক ধারণ করে সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করব।
Leave a Reply