আজ ১৫/১১/২০২২ রোজ মঙ্গলবার রাত ৮’৩০ ঘটিকার সময় kotha71 tv সংগীত আয়োজন করা হচ্ছে।
কাব্য সুরের মেলা
সোমা সরকার এর উপস্থাপনায় আজকের শিল্পী ও কবিরা থাকছেন তাদের পরিচয় তুলে ধরা হলো।
সংগীত শিল্পীঃ-
রিয়া সাহা একজন সংগীত শিল্পী বটে।
কবি পরিচিতি:-
বিশিষ্ট কবি রীতা চট্টোপাধ্যায়-এর জন্ম ভারতের পশ্চিম বাংলার বীরভূম জেলার বোলপুরে। পিতা স্বর্গীয় দেবময় চট্টোপাধ্যায়। মাতা স্বর্গীয়া প্রতিভা চট্টোপাধ্যায়। উদ্ভিদ বিদ্যায় স্নাতকোত্তর এবং বি. এড, এছাড়া শিক্ষাবিজ্ঞানে স্নাতকোত্তর। রবীন্দ্রসঙ্গীতে ডিপ্লোমা। বিগত ৩৩ বছর শিক্ষকতা পেশায় যুক্ত। বর্তমানে একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। কবিতা এবং ছোটো গল্প লেখা তাঁর নেশা। প্রথম কাব্যগ্রন্থ “সধবা চাঁদ” ২০২০ কলকাতা বইমেলাতে প্রকাশিত হয়। আর একটি কাব্যগ্রন্থ প্রকাশিতব্য। ভারত এবং বহির্ভারতের বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লেখেন। মাইকেল মধুসূদন একাডেমী (কলকাতা)থেকে ”মাইকেল মধুসূদন স্মৃতি পুরস্কার” এছাড়া “বিদ্যাসাগর স্মৃতি, পুরস্কার”( কলকাতা), “পারুল স্মৃতি সম্মাননা”( কলকাতা), ” রবীন্দ্রস্মৃতি পুরস্কার” ( কলকাতা), ” উৎসব সম্মাননা” ( পুরুলিয়া), শ্রুতি সাহিত্য পত্রিকা থেকে”বাংলার গর্ব” সম্মাননা(কলকাতা), মহুলবন পত্রিকা থেকে “বর্ষসেরা কবি ” সম্মাননা, স্বজন থেকে “গীতাঞ্জলী ” পুরস্কার, কলকাতা অনুছবি চলচ্চিত্র উৎসব থেকে “সৃষ্টিসরিৎ” সম্মাননা, ‘খোলা চিঠি ‘ সংস্থা থেকে সম্মানিত হয়েছেন এবং আরও বিভিন্ন পত্র পত্রিকা ও সংস্থা থেকে পুরস্কৃত হয়েছেন। কয়েকটি NGO এর সাথেও যুক্ত।
★ব্রতীন দেওঘরিয়া★
কবি-সাহিত্যিক, সমাজ সেবক ব্রতীন দেওঘরিয়ার জন্ম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার সদর শহর পুরুলিয়ার কেতিকায়। পিতা-মাতার কনিষ্ঠ এই সন্তান বাংলা সাহিত্যে স্নাতক পুরুলিয়ার জগন্নাথ কিশোর কলেজ থেকে ও স্নাতকোত্তর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়সাও শিক্ষা বিষয়েও স্নাতকোত্তর করেন। এছাড়াও বি. এড, এম. ফিল করার পাশাপাশি সাম্প্রতিক রাঁচি বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টরেট ডিগ্রী লাভ করেন। বিগত ১৩ বছর ধরে শিক্ষকতার পেশার সাথে যুক্ত হলেও তার নেশা সাহিত্য চর্চা করা, যা দীর্ঘ ১৫ বছর ধরে করে আসছেন। প্রথম দিকে বিভিন্ন পত্র-পত্রিকায় সেরকম ভাবে না লিখে ডায়েরিতেই বন্দী থাকতো লেখা গুলো। বর্তমানে চারটি একক গ্রন্থ (‘বিরহের বিরল গাথা’- গল্পগ্রন্থ ; ‘অভীপ্সা’ – প্রেম বিষয়ক কবিতার বই; ‘অড়কষ’ – আঞ্চলিক কাব্য; ও ‘ছড়ার হ য ব র ল’ – ছড়ার বই) যেমন রচনা করেছেন, তেমনই চারটি সংকলন গ্রন্থের (‘আটচালা’ – গল্পগ্রন্থ, ‘ডুংরি’ – লোক কবিতার বই, ‘এবং অন্তর্দহন’ – কবিতার সংকলন) সম্পাদনা করেছেন। এছাড়াও একটি গল্পের বই এর পাশাপাশি তার পুরুলিয়ার ব্লক ভিত্তিক সমীক্ষার একটি গবেষণা মূলক সংকলন গ্রন্থ ও লিমেরিক সংকল গ্রন্থ প্রকাশের পথে। প্রচার নয়, একান্ত মনে সাহিত্য চর্চা করতে স্বাচ্ছন্দ বোধ করেন। তাই নিজেকে কবি নয়, একজন অক্ষর শ্রমিক হিসেবেই মনে করেন। আর পুরস্কার ও সম্মাননা বিভিন্ন স্থান থেকে পেলেও তা প্রচার করতে চান না।
সাহিত্য চর্চার পাশাপাশি একটি জনপ্রিয় সামাজিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক। জেলা জুড়ে বিভিন্ন দুঃস্থ, অসহায় মানুষদের জন্য নিবেদিত প্রাণ। জেলার সাহিত্য ও সংস্কৃতির চর্চার অন্যতম সংগঠকও তিনি।
Leave a Reply