1. sajalnath8181@gmail.com : admin2020 :
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন

মহান বিজয় দিবস উদযাপন ২০২২

ঊর্মি দেব।
  • আপডেট টাইম : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৪০০ বার পঠিত

মহান বিজয় দিবস উদযাপন ২০২২
ঊর্মি দেব।

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে kotha71 tv ও কথা সাহিত্য সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের সকল সদস্য বৃন্দদের নিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

বিকেল ৩ ঘটিকা থেকে শুরু হয় আলোচনা সভা,
kotha71 tv কতৃক আয়োজিত মহান বিজয় দিবস উদযাপনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রণব চক্রবর্তী, প্রধান আলোচনা হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মিলি লালা,প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক ফৌজুল আজাদ চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তপসি চক্রবর্তী প্রধান শিক্ষক মাদারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিমলী দাশ টিভি ও বেতার শিল্পী,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তৃষা সেন, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সজল কুমার নাথ বিশিষ্ট কবি ও নাট্যকার কথা সাহিত্য সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের সভাপতি ও kotha71 tv প্রতিষ্ঠাতা পরিচালক। সার্বিক সহযোগিতা করেন kotha71 tv সকল সদস্যগন, অনুষ্ঠান জুড়ে উপস্থাপনায় ছিলেন সোমা সরকার ও মৃত্তিকা শানন চৌধুরী,পুরস্কার বিতরণ ও গুণীজন সম্মাননা স্মারক প্রদান করা হয়,সার্বিক সহযোগিতায় ছিলেন রিটন দাশ।

বিকলে ৪ ঘটিকার সময় কবিতা পাঠ এর আয়োজন করা হয়,কবিতা আবৃত্তি করেন রূপান্বিতা নাথ রাত্রি, সংঙ্গা ভট্টাচার্য, ঋদিমা দাম,স্বক্রতি দাশ,সঞ্চিতা চক্রবর্তী।
বিকেল ৫ ঘটিকার সময় শিশুদের কে নিয়ে নৃত্য অনুষ্ঠান করা হয়।নৃত্য পরিবেশন করেন আক্রতি দাশ।

এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান,এতে গান পরিবেশন করেন শিমলী দাশ, সরন সাহা,অংকিতা সাহা,সিন্ধদা ধর,মৌরি চৌধুরী, সুমন তালুকদার, অর্ণব চৌধুরী, সোমা সরকার, শ্রাবণ দে, মৃত্তিকা শানন চৌধুরী, ঊর্মি দেব, এডভোকেট মিলি লালা, মিথি চৌধুরী, অভিক ভট্টাচার্য্য,দুর্জয় দাশ, মনিষা দাশ, জয়ন্তী দেবী,সুপর্ণা দাশ, প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..


© কথা৭১.টিভি দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
themesbazarkotha71254