1. sajalnath8181@gmail.com : admin2020 :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:২১ অপরাহ্ন

বাংলাদেশ বৈদিক পরিষদ চট্টগ্রাম মহানগর সংসদ এর শপথ গ্রহণ ও আলোচনা

দুর্জয় দাশ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯০ বার পঠিত

বাংলাদেশ বৈদিক পরিষদ, চট্টগ্রাম মহানগর সংসদ এর শপথ গ্ৰহণ আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চট্টগ্রাম প্রেসক্লাব আবদুল খালেক হলে।

আজ ২৪ শে ফেব্রুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার সকাল ৯ ঘটিকায় প্রেস ক্লাব , প্রাঙ্গণে বাংলাদেশ বৈদিক পরিষদ চট্টগ্রাম মহানগর সংসদ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন শ্রীমৎ স্বামী নির্বাণানন্দ পুরী মহারাজ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী, আশীর্বাদক হিসেবে ছিলেন শ্রী নারায়ণ চন্দ্র মজুমদার প্রধান বক্তা শ্রী প্রকাশ সরকার। মুখ্য আলোচক শ্রীমতি রুমকি সেনগুপ্ত। মহান অতিথি এডভোকেট তৃষ্ণা ভট্টাচার্য,শ্রী সমীর দত্ত । অধ্যাপক মনোজ কুমার দেব।ডাঃ দেবাশীষ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শ্রী রাজীব দে ।শ্রী দোলন দাশ।শ্রী ধনা মালাকার। শ্রী মিরাজ দাশ ( জয়)। মাস্টার অজিত কুমার শীল।এডভোকেট নিরঞ্জন কুমার চৌধুরী।ব্যাংকার নারায়ণ চন্দ্র দাশ । স্বাগত বক্তব্য দেন শ্রী শ্যামল বিশ্বাস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক প্রদীপ কুমার দাশ। শুভেচ্ছা বক্তব্য রাখবেন সকল থানা কমিটির পক্ষে প্রতিনিধিগণ । পুরো অনুষ্ঠানের উপস্থাপনায় দায়িত্বে ছিলেন শ্রীমতি শুক্লা আচার্য্য ।

সকাল ৯:০১ মিনিটে বেদপাঠ ও শ্রীমদ্ভগবদগীতা থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা করা হয় । এরকম মঙ্গল প্রদীপ প্রজ্বলন করা করেন শ্রী অরুন কান্তি মল্লিক। এ অনুষ্ঠানের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । পরিবেশনায় ছিলেন অধ্যাপক পিন্টু ঘোষ ও শীলা চৌধুরী। সহযোগী শিল্পী হিসেবে ছিলেন ত্রিবেণী পাল ও তৃষা দে। নৃত্য পরিবেশনা করেন শ্রীজিতা ভট্টাচার্য ( অহনা) ও অমৃতা মল্লিক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..


© কথা৭১.টিভি দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
themesbazarkotha71254