1. sajalnath8181@gmail.com : admin2020 :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন

জীবনের গল্প।কলমে দুর্জয় দাশ।

দুর্জয় দাশ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১৬৫৩ বার পঠিত

কেউ একজন আমায় প্রশ্ন করেছে জীবন নিয়ে আমার দর্শনটা কি?আমাকে যদি জীবনের অর্থ বিশ্লেষণ করতে বলা হয় তবে আমি জীবনকে কিভাবে বিশ্লেষণ করব?
তার উত্তরে আমি তাকে বলেছিলাম আমার কাছে জীবন মানে একটা বিষাক্ত অধ্যায়। জীবন নামক গল্পটা তে মানুষের দু একটা পাতা হয়তো বিষাক্ত তাকে বাকি পাতাগুলো দিয়েই জীবন কাটিয়ে দেওয়া যায়।কিন্তু আমার গল্পটার দু একটা পাতা ছাড়া বাকি পাতা গুলো বিষে বিষাক্ত হয়ে আছে।

জীবন নিয়ে বলতে গেলে অনেক কথায় উঠে আসে।এক এক জনের কাছে জীবনের মানে এক এক রকম।এক এক জনের দৃষ্টিভঙ্গি এক এক রকম।কারো কাছে জীবন মানে টাকার উপর শুয়ে থাকা।কারো কাছে জীবন মানে প্রিয় জনের একটু ভালোবাসা, কারো কাছে জীবন মানে একাকীত্ব জীবন যাপন করা।কারো কাছে জীবন মানে সবাইকে নিয়ে সুখে জীবন যাপন করা।এক এক জনের এক এক রকম চাহিদা।

আমার কাছে জীবনের মানেটা অন্য।আমার কাছে জীবন মানে হলো একটু মানসিক প্রশান্তি।

আমাকে যদি জীবনের মানে ব্যাখ্যা করতে বলা হয় তাহলে বলব জীবন হলো কাটাময় একটা রাস্তা যা অতিক্রম করা অত্যন্ত কঠিন তবে অসম্ভব কিছু নয়।হুম চলার পথে দু একটা কাটা পায়ে বিঁধতেই পারে।ধৈর্য ধরে একটু বুদ্ধি প্রয়োগ করলেই তা অতিক্রম করা যাবে।

মানুষ জীবনে যা কিছু অর্জন করেছে সব কিছুর পিছনে তাদের অনেক আত্মত্যাগ রয়েছে।জীবনের প্রতিটা বাঁকে রয়েছে অনেক বাধা অনেক কষ্ট। সেই কষ্ট সহ্য করার ক্ষমতা রাখতে হবে তবেই তুমি জীবন যুদ্ধে জয়লাভ করতে পারবে।অতিক্রম করতে পারবে কাটাময় রাস্তা।

জীবন নিয়ে কাউকে বলতে বললে হাজার জনের মধ্যে হয়তো কয়েক জন বলবে সে তার নিজের জীবনে সুখি আর বাকিরা আমার মতই উদাহারণ দিবে।

এর কারণ কি জানেন আমরা সুখি হতে শিখি নি। আমরা কেবল আমাদের চাহিদা মেটানো শিখেছি। যা আছে তাতে আমরা কেউ সন্তুষ্ট হতে পারি না।এটাই নিয়ম যার যা আছে সে তার অধিক চাই।যা আছে তা দিয়ে আমরা সুখি হতে শিখি নি।আমরা সবসময় অন্যদের সাথে নিজেদের প্রতিযোগিতায় নামিয়ে দিয়েছি।সেটা আমরা নিজেরাই করি।আমরা সবসময় এটা ভাবি ওর যা আছে তার তুলনায় আমার কিছুই নেয়।আমাকে ওর থেকে এগিয়ে যেতে হবে।এই এগিয়ে যেতে যেতে আমরা জীবনের অর্ধেক সময় পার করে দি আমাদের আর ভালো থাকা হয় না।জীবন উপভোগ করার সময় আমরা প্রতিযোগিতায় মেতে থাকি।

আর সবসময় এটাই বলতে থাকি “জীবনটাই বৃথা, কিছুই পেলাম না জীবনে”

আপনি যদি ঝড়ের জন্য অপেক্ষা করে আপনার পুরো জীবন ব্যয় করেন তবে আপনি কখনই রোদ উপভোগ করবেন না। জীবনের ট্র্যাজেডি হল আমরা খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাই এবং জ্ঞানী খুব দেরিতে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..


© কথা৭১.টিভি দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
themesbazarkotha71254