1. sajalnath8181@gmail.com : admin2020 :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন

সুরেশ্বর সংগীত একাডেমীর প্রথম বর্ষ উদযাপন

দুর্জয় দাশ
  • আপডেট টাইম : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৭ বার পঠিত

সুরেশ্বর সংগীত একাডেমির প্রথম বর্ষ পরীক্ষায় উদযাপন ২০২৪ অনুষ্ঠিত হয় আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ পূর্ব মাদারবাড়ি সদরঘাট চট্টগ্রাম নামক স্থানে। এতে প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন টিভি ও বেতার শিল্পী অমল দাশ। সহকারী বিচারক হিসেবে ছিলেন টিভিও বেতার শিল্পী অঙ্কিতা আচার্য ও দীপ্র দাশ। বিচারকার্য সমাপ্ত হওয়ার পর পর ফলাফল ঘোষণা করে থাকেন এতে প্রথম বর্ষ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন হিমেল দেবনাথ , দ্বিতীয় স্থান অর্জন করেন সোহাদ্রিতা পাল ও তৃতীয় স্থান অধিকারী হয়েছেন কাশীস দাস তৃষ্ণা, চৈতালি দীপ্ত জয়িতা ও তৃষা দে। প্রথম বর্ষ পরীক্ষার পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সুরেশ্বর সংগীত একাডেমীর প্রধান উপদেষ্টা জগদীস দাশ জসি , আরো উপস্থিত ছিলেন উক্ত কমিটিরই উপদেষ্টা স্নিগ্ধা আচার্য ,কবি ও সাংবাদিক সজল কুমার নাথ, লেলিন প্রসাদ দাশ, মতিলাল দাশ, প্রদীপ দাশ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পপি দে, অর্ণব চৌধুরী, দুর্জয় দাস।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুরেশ্বর সঙ্গীত একাডেমীর সম্মানিত সভাপতি সংগীত প্রেমিক অ্যাডভোকেট কৃষ্ণলাল দাশ।

অনুষ্ঠান জুড়ে আলোচনা সবাই পরিচালনা করেন সুরেশ্বর সঙ্গে একাডেমীর পরিচালক ও অধ্যক্ষ সতীশ দাস হিমেল, সার্বিক সহযোগিতা করেন কমিটির সকল সদস্যবৃন্দ।

সর্বোপরি সুরেশ্বর সংগীত একাডেমীর সম্মানিত সভাপতির বক্তব্যে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।
প্রথম বর্ষ পরীক্ষায় সুরেশ্বর সংগীত একাডেমীর সকল ছাত্র-ছাত্রীদেরই পরিবেশনে ছিল খুবই দুর্দান্ত ও মনমুগ্ধকর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..


© কথা৭১.টিভি দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
themesbazarkotha71254