1. sajalnath8181@gmail.com : admin2020 :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন

বাগীশ্বরী সঙ্গীতালয়ের বার্ষিক মুল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত।

যীশু সেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১১১ বার পঠিত

বাগীশ্বরী সঙ্গীতালয়ের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত

যীশু সেন, বিশেষ প্রতিনিধি :
শুদ্ধ সংগীতের ধারাকে চলমান রাখার প্রত্যয়ে শিক্ষার্থীদের দক্ষতা, উন্নতি ও ফলাফল অর্জন বা সাফল্য নির্ধারণের জন্য প্রতিবছর বাগীশ্বরী সংগীতালয়ের আয়োজনে দুইদিন ব্যাপী বার্ষিক মূল্যায়ন উচ্চাঙ্গ সংগীত বিভাগের তত্ত্বীয় লিখিত, কন্ঠ ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেওয়ান বাজারস্থ সিএণ্ডবি কলোনী আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে লিখিত পরীক্ষায় প্রবেশিকা হতে ষষ্ঠ বর্ষ পর্যন্ত প্রায় ৩০০ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সহ-প্রধান শিক্ষক শেখর ঘোষ আপন, অধ্যক্ষ রিষু তালুকদার, লায়ন কৈলাস বিহারী সেন, সাংবাদিক যীশু সেন, ব্যাংকার উৎপল চক্রবর্তী, প্রকৌশলী রিমন সাহা, শিক্ষক পলাশ দে, শিক্ষিকা লাবনী চৌধুরী, প্রভাষক উর্মিলা রাণী ভৌমিক, শিক্ষিকা বিজয় লক্ষ্মী দত্ত, শিক্ষিকা কলি সরকার, শিক্ষিকা ঝুমুর খাস্তগীর, তবলা শিক্ষক রুপক ভট্টাচার্য, মোহাম্মদ ইসমাইল হোসেন, পুলক বড়ুয়া, কাজী আসলাম প্রমুখ।

আন্দরকিল্লাস্থ বাগীশিক মিলনায়তনে দিনব্যাপী ব্যবহারিক কন্ঠ ও মৌখিক পরীক্ষায় ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেন। এতে বিচারক ছিলেন সংগীত গুরু দীপক শীল, সংগীত গুরু রাজেশ সাহা ও সঙ্গীত গুরু রিষু তালুকদার।
পরীক্ষা কেন্দ্রের পরিদর্শকরা বলেন ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা এবং শিল্পীসত্ত্বা প্রকাশ করতে পারে। এটি তাদের সংগীতের বিভিন্ন দিক যেমন গায়ন, বাদ্যযন্ত্র বাজানো বা নৃত্যচর্চা এবং উন্নত করার সুযোগ দেয়।
লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা সংগীতের তাত্ত্বিক ধারণা যেমন রাগ-রাগিনী, তাল, সুর, এবং সংগীতের ইতিহাস সম্পর্কে তাদের জ্ঞান প্রদর্শন করতে পারে। এটি তাদের সংগীতের গভীরতর বোঝাপড়া নিশ্চিত করে।

পরীক্ষার মাধ্যমে শিক্ষকদের কাছে শিক্ষার্থীদের উন্নতি এবং দুর্বলতা চিহ্নিত করা সম্ভব হয়, যা তাদের পরবর্তী উন্নতির জন্য সহায়ক। শুধুমাত্র ব্যবহারিক দক্ষতা নয়, তাত্ত্বিক জ্ঞানও প্রয়োজন। লিখিত পরীক্ষা শিক্ষার্থীদের এসব বিষয় ভালোভাবে আয়ত্ত্ব করার সুযোগ দেয়। সঠিক প্রস্তুতি ও পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, যা তাদের ভবিষ্যতের ক্যারিয়ারে সহায়ক হতে পারে। সংগীত বিভাগের পরীক্ষাগুলি শিক্ষার্থীদের শিল্পী হিসেবে পূর্ণাঙ্গ বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..


© কথা৭১.টিভি দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
themesbazarkotha71254