গত ২৮শে ডিসেম্বর ২০২৪, শনিবার, চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হলো সুরেশ্বর সংগীত একাডেমির প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান। সুরেশ্বর সঙ্গীত একাডেমির অধ্যক্ষ ও পরিচালক সতীশ দাশ হিমেল এর এই মহৎ আয়োজনে প্রথম পর্বের অনুষ্ঠানমালায় সংগীত পরিবেশন করেন অত্র একাডেমীর ছাত্র-ছাত্রীবৃন্দরা
উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা হয় মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও কেক কাটার মাধ্যমে। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের উদ্বোধক বিশিষ্ট সমাজসেবিকা ও সুরেশ্বর সংগীত একাডেমীর সহ প্রধান উপদেষ্টা স্নিগ্ধা আচার্য্য ও সুরেশ্বর সংগীত একাডেমীর প্রধান উপদেষ্টা জগদীশ দাশ জসি মহোদয়। সভাপতিত্ব করেন বিশিষ্ট তবলা বাদক ও ভারপ্রাপ্ত সভাপতি সুরেশ্বর সংগীত একাডেমীর বিজয় দাশ মহোদয়। স্বাগত বক্তব্য প্রদান করেন সোহেল দাশ ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কীর্তন দাশ,অনুষ্ঠান পরিচালনা করেন অর্পিতা রাণী প্রিয়া ও দুর্জয় দাশ।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব রুবেল দাশ মহোদয়। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন ইমন মজুমদার (এএসআই,বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী, চট্টগ্রাম) ও কৃষ্ণা দাশ (বিশিষ্ট সমাজ সেবক ও দানশীল ব্যক্তিত্ব)। প্রধান বক্তা হিসেবে ছিলেন চিটু দত্ত (প্রভাষক, সরকারি সিটি কলেজ)। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উমাশ্রী চৌধুরী (অধ্যক্ষ, পার্থ সারথি একাডেমি) , সুমন পাল (বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব) , রাজেশ পাল (সহ অর্থ সম্পাদক,বাগীশিক, চট্টগ্রাম মহানগর)। মুখ্য আলোচক হিসেবে ছিলেন অমল কৃষ্ণনাথ (বিশিষ্ট সংগীত শিল্পী, বেতার ও টেলিভিশন)
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি আব্দুর রহিম (লোকগীতি সম্রাট, বিশিষ্ট সংগীত শিল্পী, বেতার ও টেলিভিশন) , আব্দুল মান্নান কাওয়াল (বিশিষ্ট সংগীত শিল্পী , বেতার ও টেলিভিশন) , রিটন কুমার ধর (বিশিষ্ট শাস্ত্রীয় সংগীত শিল্পী , সুরকার ও সংগীত পরিচালক, বেতার ও টেলিভিশন), রণধীর দাশ (বিশিষ্ট শাস্ত্রীয় সংগীত শিল্পী {বাঁশি} , বেতার ও টেলিভিশন , আলাউদ্দিন তাহের (বিশিষ্ট সংগীত শিল্পী, বেতার ও টেলিভিশন)
সম্পূর্ণ অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, গুণীজন সম্মাননা স্মারক প্রদান, পুরস্কার বিতরণ ও শিশু কিশোর ও সিনিয়রদের সংগীতানুষ্ঠান।
অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন ঐশী রক্ষিত (বিশিষ্ট সংগীত শিল্পী, বেতার ও টেলিভিশন) , অঙ্কিতা আচার্য্য (বিশিষ্ট সংগীত শিল্পী, বেতার ও টেলিভিশন) , দীপ্র দাশ (বিশিষ্ট সংগীত শিল্পী)
সুরেশ্বর সংগীত একাডেমীর প্রথম বর্ষপূর্তি উদযাপনে অত্র একাডেমীর সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি বিজয় দাশ মহোদয়ের সমাপনী বক্তব্যে অনুষ্ঠানটি শেষ করা হয়।
সুরেশ্বর সংগীত একাডেমীর অধ্যক্ষ ও পরিচালক সতীশ দাশ হিমেল মহোদয় নিজের বক্তব্যে বলেন…
সুস্থ ধারায়, সংস্কৃতিকে টিকিয়ে রাখতে হলে, শুদ্ধ শিক্ষা এবং সুন্দর প্রযোজনার বিকল্প নেই। সুরেশ্বর সংগীত একাডেমীর মূল উদ্দেশ্য হলো শুদ্ধ সংগীতের মাধ্যমে শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করা। একাডেমি একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, যেখানে প্রতিভাবান শিক্ষার্থীরা সংগীতের বিভিন্ন শাখায় দক্ষতা অর্জন করতে পারে। শুদ্ধ সংগীত চর্চা এবং শ্রুতিমধুর পরিবেশের মাধ্যমে, একাডেমি শিক্ষার্থীদের আধ্যাত্মিক ও সৃজনশীলতার চরম শিখরে পৌঁছানোর সুযোগ প্রদান করে।
Leave a Reply