গোলাপের নীড়ে।
সজল কুমার নাথ ।
আমি চাইনি যেতে
কাঁটা ভরা গোলাপের নীড়ে
তবুও মনকে সংযত করে
গিয়েছিলেম গোলাপ কেমন দেখতে।
ফুটফুটে গোলাপ ফুটিলো অতি ভরপুরে
দেখেছিলেম খানিকটা আপ্লুত হয়ে
সুভাষ নিলেম মন প্রাণ ভরপুরে
গোলাপ ফুটিয়ে রহিলো কানন সাজিয়ে।
কতো বার চাহিলেম গোলাপের দিকে
মায়া আর মমতা রয় তাহারি মাঝে
ছুঁতে চেয়েছিলো মন হাত বাড়িয়ে
ছোঁয়া হয়নি গোলাপের পাপড়ি ছিড়ে যায় তবে।
গোলাপ ফুটিলে কে নাহি বা ছুঁয়ে
কাঁটা থাকিলেও ডালে ভয় কিসের
যতনে যতনে মায়ার জাল বাঁধনে বেঁধে
কাঁটা ভরা গোলাপ নিমেষে রোষে।।
Leave a Reply