বাণী অর্চ্চনা শুভ উদ্বোধন ২০২১
শ্রী শ্রী রাধাবিনোদ ছাত্র পরিষদের উদ্যোগে চট্টগ্রাম ৭নং জামাল খান বাই লেইনে,শ্রী শ্রী রাধাবিনোদ যুব পরিষদ চট্টগ্রাম মহানগরের সম্মানিত সভাপতি শান্তনু চৌধুরী শান্তু এর বাসভবনে বাণী অর্চ্চনা ১৫ ফেব্রুয়ারী ২০২১ সোমবার সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়, অনুষ্ঠান শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন,শ্রী মিলন শর্ম্মা,উপদেষ্টা ঢাকা রমনা কালী বাড়ি, শুভ উদ্বোধক ছিলেন শ্রী উত্তম শর্ম্মা ট্রাষ্টী হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট, প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা শ্রী তপন চক্রবর্তী, সংবর্ধিত অতিথি ছিলেন শ্রী শৈবাল দাস সুমন কাউন্সিলর ২১ নং জামাল খান ওয়ার্ড, মহান বক্তা ছিলেন শ্রী সজল নাথ কবি ও নাট্যকার,কথা৭১ টিভির চেয়ারম্যান, আরো বক্তব্য রাখেন প্রকৌশলী রঘুনাথ চৌধুরী, শ্রী সাধন মুহুরী,অধ্যাপক রুপন কান্তি ধর, শ্রী বিভূতি শীল বিভু,শ্রী রনি পালিত,শ্রীমতি মীরা মিত্র, শ্রী সৈকত রায়,শ্রী সাগর বিশ্বাস, শ্রী তমিত রায় পুরোহিত, ডাঃ উজ্জ্বল চক্রবর্তী, শ্রী সজল চৌধুরী, শ্রী লিংকন দেবনাথ, শ্রীকান্ত দাস সজল,রাসেল মহাজন বাসু,সীমান্ত দাশ ছোটন,শান্তনু চৌধুরী শান্তু,শিপ্লব গুপ্ত, লিটন সেন, মিঠন দাশ,স্বরুপ দে, স্বাগত বক্তব্য রাখেন ইমন রায়, শুভেচ্ছা বক্তব্য রাখেন ঊমাশ্রী চৌধুরী, অনুষ্ঠান সঞ্চালনায় শ্রী সুস্ময় চৌধুরী মন্টি,রাজেশ্বরী চৌধুরী ইন্দ্রা,সভাপতিত্ব করেন শ্রী হিমেল মিত্র। প্রমুখ। গুণী শিল্পীদের নিয়ে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শ্রী কমলেন্দু শীল (যাজক)
Leave a Reply