২১ শে
সঞ্চিতা সেনগুপ্ত
২১ শে আমার মায়ের মর্যাদা
২১ শে তুমি সন্তান হারা মায়ের হাহাকার,
২১ শে তুমি রক্ত রুধির স্বর্ণ রেখা,
২১ শে তুমি বীরের রক্তের প্লাবন
২১ শে তুমি কেড়ে নিয়েছ স্বৈরাচারীর কৃপাণ
২১ শে তুমি অসাম্প্রদায়িক চেতনার ঐক্যতান
২১ শে তুমি ইতিহাস গড়েছ পৃথিবীর বুকে,
২১ শে তুমি জাতির লক্ষ্য ও পথ নির্দেশক
২১ শে তুমি দুই বাংলার ভাষার আবেগ রথের সারথি
২১ শে তুমি বুকের বহৃিশিখায় মরণ সাগর করেছ পার
২১ শে তুমি বাংলা ভাষার বীর শহীদ সালাম, রফিক, বরকত
২১ শে তুমি নাম না জানা শত শত শহিদ
২১ শে তুমি বলিপ্রদত্ত বাংলায় মা ডাকার অধিকার।
২১ শে তুমি এক বুক আশা,স্বপ্ন নিয়ে বাংলার শহিদ সন্তান বাঙালি সমাজ একবার ২১ শে কে স্মরণ করে তাকাও আয়নায় নিজের দিকে, শিহরিত হবে কাঁপন ধরবে বুকে শুনতে পাবে
বীর শহীদের গলার আওয়াজ।
কোলকাতা ভারত থেকে।
Leave a Reply