নগর পরিক্রমা মধ্য দিয়ে শুরু হয়।
মিরসরাই প্রতিনিধি নয়ন নাথ এর পাঠানো তথ্য মতে।
আজ ২১ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ, ০৬ মার্চ ২০২১ রোজ শনিবার ধর্মীয় চেতনার লক্ষ্যে, সর্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির উৎসব উদযাপন কমিটির উদ্যোগে ও গ্রাম বাসির উপস্থিতিতে সকাল থেকে নগর পরিক্রমার ধারাবাহিকতার মধ্যে দিয়ে শুরু হয় শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ,
শ্রীমদ্ভগবদগীতা পাঠ করেন বিশিষ্ট গীতা সুধাকর শ্রী ছোটন চক্রবর্তী ও তাঁর দল, হাজার ভক্তের যেন এক মিলনমেলা, কমিটির উদ্যোগে গ্রামের সকল মেয়েদের শ্বশুর বাড়ি তে ডাক যোগে অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়েছে বলে জানান,এতে করে সকলের মাঝে হাসি আনন্দ যেন পরিপূর্ণ,দুপুর গড়ানোর সাথে সাথে সকলের মাঝে আনন্দ প্রসাদ বিতরণ করা হয়,
সভাপতি অধ্যাপক সিন্ধু ভূষণ নাথ ও সাধারণ সম্পাদক এডভোকেট শিমুল কুমার নাথ এর সমন্বয়ে আজকের অনুষ্ঠান সমাপ্তি হয় বলে kotha71.tv কে জানান।
Leave a Reply