1. sajalnath8181@gmail.com : admin2020 :
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন

কবিতাঃ- আমার মধ্যে তোমারই বাস।

কোহিনূর আক্তার।
  • আপডেট টাইম : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৪১৬ বার পঠিত

আমার মধ্যে তোমারই বাস
—————————————-কোহিনূর আক্তার

আমার মধ্যে তোমারই বাস
এই তো আজন্ম প্রেম তবে কেনো
দীর্ঘ নিঃশ্বাস ?
আমার মধ্যে এঁকেছি তোমার জন্ম জন্মান্তর
কেনো তবে দূরে থাকা, আজও আছি একা
বিদগ্ধে জ্বলছে অন্তর।

প্রিয় সহস্র মৃত কি চেনো ?
তোমার হাসিতে মরেছি
তোমাকে ভালবাসে মরেছি
তোমাকে স্পর্শ করে মরেছি
আজও তোমাতেই মরেছি-
সহস্র বার তা কি প্রিয় জানো ?

চলে এসো আজন্মে আমার পাড়ি ধারে
জবা ফুলের মালাতে সাজাবো তোমাকে
ঐশ্বর্যের রূপ বলে যারে ।
ওগো প্রিয় আমারও নিকুঞ্জে তোমাকে
রচনা করো ,
এক পলকে নিশিকে নিভিয়ে
উলুধ্বনিত্বে প্রভাতী সারো ।

আমাকে চিরতরে তোমারই করো ।
প্রভাত স্নানে অনাবৃত শরীর প্রেমো শুদ্ধ হয়
তবে কেনো মনো লিলায় তুমি রুদ্ধ নয় ?
আমি তোমার সাধক সাম্য
তুমি আমার প্রেম আজন্ম।

আমার মধ্যে তোমারই বাস
চলে এসো প্রিয়, চলে এসো
আমাতেই আকঁ প্রেম প্রয়াস ।।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..


© কথা৭১.টিভি দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
themesbazarkotha71254