1. sajalnath8181@gmail.com : admin2020 :
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন

কবিতাঃ- হয়তো আবার হবে দেখা

মোহাম্মদ জুয়েল
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৫৬৮ বার পঠিত

হয়তো আবার হবে দেখা।
সজল কুমার নাথ।

হয়তো আবার হবে দেখা
বহু বছর পর পেরিয়ে এলেই
কোনো এক ব্যস্ত শহরে
মানুষের ভিড়ে চলতি কোন পথে।

হয়তো আবার হবে দেখা
পুরানো কোন স্মৃতি আঙ্গিনায় অনুভূতি মাথা নাড়া দেবে হৃদয় মাঝে
কিন্ত পাশে তুমি নেই আছে নতুন কেউ।

হয়তো আবার হবে দেখা
কোন এক সাগর নদীর বালি চরে
আমি দেখবো শুধু দেখবো তোমাকে
হবেনা কথা পাশের লোকে কিছু বলে।

হয়তো আবার হবে দেখা
কান্নার রোল আর মানুষের ভিড়ে
সবাই দেখবে হয়তো তুমিও দেখবে
সেই দিন চাইলেও আর কথা বলা হবেনা।

হয়তো আবার হবে দেখা
কোন একদিন গোধুলী বেলায়
সাদা কাপড় পড়ানোর ভিড়ে
ডুবে যাবে আলো একেই বারে।

আর কখনো হবে না দেখা
নিভে গেছে আলো নিভে গেছে আলো
কেঁদে কেঁদে পথ হারিয়ে অশ্রু ঝড়াবে যখন
খুঁজে পাবে তখন বিশাল এক সমুদ্র জলরাশি।।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..


© কথা৭১.টিভি দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
themesbazarkotha71254