নতুন সূর্য আলো দাও
সঞ্চিতা ভট্টাচার্য সেনগুপ্তা।
শকুনেরা উড়ছে ছদ্মবেশে আকাশ জুড়ে।
আকাশ আর মাটির দূরত্ব বেশি নয় !!
এই দূরত্ব মাপার যন্ত্র হয়নি আবিষ্কার!!
শকুনের পাল ছো মেরে তুলে নিচ্ছে মানুষ
ঠুকরে ঠুকরে খাচ্ছে নরম ঘিলু ,মগজ
আহা,কি আনন্দ মশগুল আমেজে ।।
শকুনেরা উড়াচ্ছে ধ্বজা,নানা রঙের আলপনা আঁকা।
আপন লালসা ,তল্পি তল্পা করছে ভারী
কেবল মাংস খোঁজে , ভাটার মতন চোখ,
ওত পেতে বসে আছে বাঘের মতন ,
অপকর্মের ঢাল,ধর্মের বর্মে ঢাকা শরীর।
কুকর্মের করতে প্রতিষ্ঠা,সমাধান সূত্রের খোঁজ!!
গ্লানির কালি শরীর জুড়ে , দেখেনা নিজ অঙ্গ ।
সাধারণ হতবাক,ঈশান কোণে মেঘ জমেছে
বিদ্যুৎ ফলায় সান দাও পৃথিবী,
সুস্থ চিন্তনের আতুর ঘর গড়ে তলো প্রতি জনে।
সমুদ্র গর্জনে ঢেউ হোক উত্তাল,
দমকা বাতাসে ভয় পাক শকুনের পাল।
নতুন সূর্য আলো দাও,আরো আলো চাই
অন্ধ করের অন্ত টেনে সুস্থ জীবনের গান গাই ।।
Leave a Reply