কলমেঃ-শুক্লা আচার্য “,🙏,” মাগো তুমি সর্বজয়ী আছো হৃদয় জুড়ে–আজ আন্তর্জাতিক মা দিবস –কিন্তু মাকে নিয়ে অনুভূতি প্রকাশ করে শেষ করার কিছুই নাই কারণ মা তো মা-ই।
আমাদের সবার জীবনে একমাত্র ভরসার জায়গা হল মা ।মা ছোট্ট একটি শব্দ কিন্তু কি বিশাল তার পরিধি —মায়ের কোল যে কত বড় পৃথিবী–তা একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ জানে না। মায়ের কোল এমন একটি পৃথিবী,আমাদের মাথায় যখন হাজারো নানা দুশ্চিন্তার উঁকিঝুঁকি দেয় ঠিক তখন একবার মায়ের কোলে মাথা রাখলে অনুভব করা যায় দুনিয়ার সব চিন্তা দূর হয়ে গেছে।
জন্মের আগে প্রথম স্পর্শ মায়ের গর্ভে জন্মের পরেও পৃথিবীর প্রথম স্পর্শ মা। তাই মায়ের কোনো তুলনা হয় না। দুনিয়ার যেই প্রান্তেই যায় না কেন মায়ের কোলে যে শান্তি তা কোথাও খুঁজে পাওয়া যায় না। দুনিয়ার সবকিছু বদলাতে পারে সবাই বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা, মা কখনো বদলাবে না। সত্যি কথা বলতে কি,ভালোবাসার জন্য আসলে আলাদা করে কোন দিবস লাগেনা মাকে প্রতিদিনই ভালবাসতে হয়, প্রতিদিন শ্রদ্ধা করতে হয়,মা এরকম একটা শব্দ। আমরা যখন অসুস্থ বোধ করি তখন সবার আগে মুখ দিয়ে মা মাগো এই শব্দটি বের হয়ে আসে।
একটি কথা আছে– কেউ কাঁদেনি প্রসবকালে কেদেছিলো মা –মায়ের অন্তরে কেউ ব্যাথা দিও না–আসলে মাকে নিয়ে লেখার কিছুই নাই মায়ের মমতা নিয়েও লেখার কিছু নাই মা মাই হয় ।তাই আর কিছু লিখতে চাই না শুধু এই কথা দিয়ে শেষ করছি যে যেখানেই থাকুক যেভাবেই থাকুক,পৃথিবীর সকল মা ভালো থাকুক ,সুস্থ থাকুক,সকল মায়ের জন্য রয়েছে আমার শ্রদ্ধাঞ্জলি এবং প্রণাম।।
Leave a Reply