মা তোমাকে ভালোবাসি।
রিয়া চৌধুরী।
আজ মে মাসের দ্বিতীয় রোববার—বিশ্ব মা দিবস। অন্য সব দিনের মতো আজও মাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছেন সন্তানেরা। কেউ মাকে ফুল দিচ্ছেন। কেউ দিচ্ছেন কার্ড। মাকে উপহারও দিচ্ছেন কেউ কেউ।
কেউবা এসব না করে শুধুই বলছেন,‘মা, তোমাকে ভালোবাসি।’অনেকে আবার বলছেন, মায়ের প্রতি সন্তানের অকৃত্রিম ভালোবাসা কোনো একটি দিনের গণ্ডিতে আবদ্ধ থাকতে পারে না। আর মাকে শ্রদ্ধা জানাতে কোনো আনুষ্ঠানিকতারও দরকার হয় না।
মা”শব্দটা দু’অক্ষরের হলেও ভাবার্থ- অনেক বৃহৎ। এই শব্দের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সব মায়া, মমতা,অকৃত্রিম স্নেহ,আদর,স্নিগ্ধতা আর নিঃস্বার্থ ভালোবাসার সব সুখ-দুঃখের কথা। ভালো থাকুক পৃথিবীর সকল মায়েরা; যারা মাতৃত্বের স্নেহ সকলকে আগলে রাখেন।
“বিনম্র শ্রদ্ধা সকল মায়েদের প্রতি”
Leave a Reply