“মা”
কলমেঃ-পিয়া চৌধুরী।’মা দিবস’কথাটা শুনলেই সত্যিই হাসি পায়। মানুষ পারেও বটে! সারাদিন খাটাখাটুনির শেষেও যে মা পরিপূর্ণভাবে দু’চোখের পাতা এক করতে পারে না। তাদের নিয়েই নাকি আবার মা দিবস!
এই দিবস পালন করার কি আছে?
আমার মনে হয়, তাদের জন্য কোনো দিন বরাদ্দ না রেখে প্রতিদিন যদি নিজের ব্যস্ত সময় থেকে কিছু সময় সেই মানুষটার জন্য তুলে রাখা হয় ; তাতে বোধহয় সে স্বস্তির সাথে ঘুমোতে পারে!
আমি প্রথম মা হই ২০১০ সালের ৭ ডিসেম্বর;প্রথমেই চিন্তা হলো আমি যেমন কোনো পদবিহীন! আমার সন্তান যেনো তার নামের আগে আমার দেয়া কোনো পদবি যুক্ত করে সেটা ছোট হোক। আমি যেন তার পরিচয়েই পরিচিত হয়; আমার যেন বড় প্রাপ্তি আমি তার-“মা”।
শুধু মা হয়ে সংসারের পেছনে নিজের সময় টুকু দিয়ে দেবো তাতো না! আমি করব যারা আমার মতোন এখনো নিজ নিজ নামের আগে পদবিহীন আছেন ; তারা হয়তো একটু চেষ্টা করলেই নিজের পদবিযুক্ত করতে পারবেন। তখন সেটাই হবে মা “দিবসের সার্থকতা মা “দিবসের অর্জন।
” সবাইকে মা দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা রইলো “
Leave a Reply