কবিতাঃ- ” দুঃখ ”
কলমেঃ-পলাশ দাশ
কোন কোন মনোকাশ…
মেঘে মেঘে ঢাকা,
যে আকাশ থাকে…
কালো কালিতে আঁকা,,
কত বেদনা লুকিয়ে থাকে…
সে মেঘ অতলে,
যে গহীন বুকের মধ্যে…
শুধু সুপ্ত অনল জ্বলে।
কোন কোন মনো-ঘরে…
বাজে বেহাগের বিষন্ন সুর,
যে ঘরে বৃষ্টি চু্য়ে চুয়ে পড়ে
সকাল সন্ধ্যে দুপুর,
যেখানে আট-বারমাস থাকে
শুধু দুঃখ-আকাল,
শূন্য থালি বাজনা বাজায়…
ফুটো টিনের চাল।।
Leave a Reply