নারীর জীবন
ফয়েজুন্নেসা মিলি।
বিয়ের পরে নারী যখন
গুছায় নতুন সংসার
স্বামীর হৃদয় উজার করে
কপাট খোলে ভালবাসার।
বছর দু এক পরে যখন
কোল জুড়ে এক শিশু এল
আদরের ধন সোনামানিক
সবার আশা পূর্ণ হল।
সবাই তখন বলে এই নারী
ভীষণ ভাগ্যবতী
ঘরে আমার লক্ষ্মী এলো
রুপে স্বরস্বতি।
মায়ের আদর -যত্ন নিয়ে
বাড়তে লাগলো শিশু
যত আবদার মায়ের কাছে
আর বোঝেনা কিছু।
ছেলে আমার বড় হতে
ধরে নানান বায়না
ঠিক তখনই বাবার শাসন
ভয়ে যে সব চায়না।
তাতে নারীর নেই অধিকার
বাবাই হলো কর্তা
বাবাই মালিক সব হুকুমের
মা যে দাসী সত্ত্বা।
Leave a Reply