1. sajalnath8181@gmail.com : admin2020 :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন

রবী ঠাকুরের নাম টা প্রতিটা বাঙ্গালির কাছে একটা আবেগ।

দুর্গা সেন।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৩১১ বার পঠিত

রবী ঠাকুরের নাম টা প্রতিটা বাঙ্গালির কাছে একটা আবেগ।
কলমেঃ- দুর্গা সেন।

তোমায় দিয়ে দিনের শুরু
তোমায় দিয়ে শেষ,
তোমার তরে করেছি আজি
আমার মন নিবেশ।

জীবন যুদ্ধে চলার পথে
সঙ্গী তুমি আমার,
প্রাণের প্রিয় রবি ঠাকুর
প্রণাম নিও আমার।

রবি ঠাকুরের নাম টা প্রতিটি বাঙালির কাছে একটা আবেগ।তাঁর আবেগের টানে আমরা সবাই সাতাঁর কেটে জীবন পার করে দিতে পারি সহজেই। বাঙালির নতুন বছর শুরু হয় ‘এসো হে বৈশাখ ‘ গান দিয়ে, আর এই বৈশাখে রবি ঠাকুরের জন্মদিন। তাঁর জন্মদিনের সাথে সাথে আমাদের অন্তরের অনুভূতির ও জন্ম হয়েছে।২৫ শে বৈশাখের জন্য আমাদের ক্যালেন্ডার দেখতে হয় না, বৈশাখ মানেই, ২৫ শে বৈশাখ.তার জন্য আপামর বাঙালি অপেক্ষা করে থাকে সারাবছর। বাঙালি নিজেকে নতুন ভাবে সাজিয়ে তোলে কবি প্রণামের ইচ্ছায়। শুধু মানব জাতি নয়. প্রকৃতিও নিজেকে সাজিয়ে তোলে কৃষ্ণচূড়ায়, অমলতাসে, বাগান বিলাসে। আকাশে কান পাতলে তাঁর পদধ্বনি শোনা যায়, নিদিষ্ট দিনের অনেক আগেই বাতাসের একটা কবি কবি গন্ধে আমরা রবি ঠাকুরের জন্মদিনের আভাস পাই। বলা বাহুল্য তিনি আপামর বাঙালির জীবনে সর্বকালের প্রাণেস্বর। আমাদের জীবনে প্রতিটি ছন্দে কবি ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। আমাদের প্রতিদিনের প্রতিমুহূর্ত আমরা, তার কথায় বর্ণনা করতে সক্ষম হয়। আমাদের রাগ, দুঃখ, কষ্ট, অভিমান, ভালো লাগা, খারাপ লাগা সব-সব কিছু আমরা তার ভাষায় ব্যক্ত করতে পারি অনায়াসেই। তার প্রতিটি রচনার প্রতিটি শব্দই যেন প্রতিটি বাঙালির মনের কথা, কি চমৎকার ভাবে তার কথা গুলো নিজেদের কথা হয়ে যায়। তিনি কি সবার মন পরতে পারতেন, নাকি অন্য কিছু। তাহলে আজ আমরা যেটা ভাবি, যেটা চাই….. ইনি সেটা তখন কি করে ভেবেছিলেন…. নিশ্চয়ই ভাবতে পেরেছিলেন….. আসলে ওনার ভাবনায় কোন বেড়াজাল ছিল না…. ওনার চিন্তার কোন পরিধি থাকত না….. ওনার অনুভূতির কোন মাপকাঠি ছিল না …..। বাংলা শব্দ গুলো ওনার মাথায় আনন্দে বসবাস করত, আর উনি ওনার অনুভূতি গুলোকে শব্দের সঙ্গে মেলবন্ধন ঘটিয়ে তৈরী করতেন নিত্যনতুন সব অসাধারণ সৃষ্টি। যে সৃষ্টি অমর অক্ষয়। আর তাঁর অক্ষয় অমর সৃষ্টিতে তিনিও আজ অমর। আজ তিনি সবার ঘরে ঘরে বরি ঠাকুর নামে পূজিত। তাইতো তিনি বিশ্ব কবি। ওনার পরিসর এতটাই ব্যপ্ত যে একটা গোটা মানব জীবন কম পড়ে যায় তাঁকে জানতে। তা উনি ওনার সৃষ্টি দিয়ে আমাদের চলার পথ কতটা সহজ করে দিয়েছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। নিজেদের জীবনের সাথে সাথে প্রতিটি পার্থিব বস্তুর সৌন্দর্যের বর্ণনা করতে পারি আমরা কবির ভাষায় ।কবির ভাষায় আমাদের ছয় ঋতু নতুন রূপে সেজে ওঠে। মন কেমনের মূহুর্তে আমরা কবি কে স্মরণ করি,আবার ভালোবাসার অভিব্যক্তি তেও তাঁর উজ্জল উপস্থিতি আমাদের প্রেমে বসন্তের রঙ লাগায়। তিনি আমাদের মাটির গন্ধ নিতে, বৃষ্টির স্বাদ বুঝতে,ফুলের রেণু গায়ে মাখতে, ঠান্ডা হওয়ায় ভেসে যেতে এমনকি ভোরের আলোয় মন ভেজাতে, আবার রাতের আকাশের তারা গুনতে শিখিয়ে গেছেন তাঁর অসাধারণ লেখনী দিয়ে।তিনি আমাদের সবার শিক্ষা গুরু। তাই তো বলি,

“দিনের আলোয় স্বপ্ন দেখাও
সাহস জোগাও অন্ধকারে
তোমার সুরে ভাটা জীবন
জোয়ার পাই এক নিমিষে”

সর্বোপরি একটাই কথা বলি, বাঙালি রবি ঠাকুরকে ছাড়া অসম্পূর্ণ।আমি আজ তাঁকে প্রণাম জানানোর সাথে সাথে সেই রত্নগর্ভা কেও প্রণাম জানাতে চাই, যিনি আমাদের জীবনের বাঁচার রসদ কে আমাদের মধ্যে দিয়ে গেছেন।

ধন্যি তুমি মাগো আমার
ধন্য তোমার গর্ভ
তোমার দানে জগৎ সভায়
ধন্য ভারতবর্ষ।

তোমায় প্রণাম রবি ঠাকুর

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..


© কথা৭১.টিভি দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
themesbazarkotha71254