নয়ন তোমারে পায় না দেখিতে।
কলমেঃ-কবি সঞ্চিতা সেনগুপ্ত।
“নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে নয়নে
হৃদয় তোমারে পায়না জানিতে
হৃদয়ে রয়েছ গোপনে”
দৈবাতএক এক জন মানুষ কে দেখতে পাওয়া য়ায় যাকে দেখে চমকে বলে উঠি,এ মানুষ টি একেবারে নিজের মতন,পাঁচ জনের মতন নয়।
চাঞ্চল্যের সময় কথার এবং সততা রক্ষা করা কঠিন হইয়া উঠে। জলে যখন ঢেউ উঠিতে থাকে ছায়াটা আপনি বিকৃত হইয়া যায়। সে জন্য কাহাকেও দোষ দিতে পারি না। অত্যন্ত ভয় ও ভাবনার সময় আমাদের চিন্তা ও বাক্যের মধ্যে সহজেই বিফলতা দেখা দেয়।
বিদ্যা আবরণে আর শিক্ষা আচরনে প্রকাশ পায়।
সম্পর্ক রক্তের বাঁধনে নয়, আনুভূতির বাঁধনে তৈরী হয়, সেখানে পর ও আপন হয়, আর যেখানে আনুভূতির বাঁধন থাকে না সেখানে আপন ও পর হয়ে যায়।।
আমার মুক্তি সর্বজনার মনের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে। বিশ্বধাতার যজ্ঞ শালায় আত্মহোমের বহ্নি জ্বালায়।।
ও অকূলের কূল ও অগতির গতি,
ও অনাথের নাথ,ও পতিতের পতি।।
বাজুক সে বীনা, মজুক ধরনী
বারেকের তরে ভূলাও জননী
কে বড়,কে ছোট,কে দীন, কে ধনী, কে আগে, কে পিছনে,
কার জয় হলো কার পরাজয়,
কার বৃদ্ধি কার হলো হয় ক্ষয়,
কে বা ভালো আর কে ভালে নয়,
কে উপরে কে বা নীচে।
জীবনের সব শূন্য, আমি যাহে ভরিয়াছি তোমার তা কই?
যারে তুমি পশ্চাতে ফেলিছ, সে তোমারে টানিছে পশ্চাতে।।
Leave a Reply