কবিতাঃ- খেলাঘর।
কলমেঃ- ইসরাত বিনতে আলম মমি।
জীবন এর খেলাঘরে
চাই যে তোমায় আপন করে
তুমি আমার জীবন মাঝে
স্বপ্ন সাধনা
তুমি আমার মনের মাঝে সুখের বাসনা।।
জীবন আমার শূন্য করে
যখন তুমি গেলে চলে
আসবেনা আর কভু ফিরে
আমার ভূবনে।
শূন্য হয়ে রইল পড়ে
আমার বাসনা।।
খাঁচার পাখি হলে অচিন
যায়না রাখা ধরে চিরদিন
মনের মত মন না হলে
জীবন হয় যে ধূসর মলিন
তুমি ছাড়া কেমন করে
থাকব আমি বাচঁব কদিন।।
Leave a Reply