ভালেবাসা
আরিফ চৌধুরী
তোমার সৌন্দর্যের পূর্ণ স্নান
দেখতে গিয়ে নুলিয়া হবো আমি,
সতত উজ্জ্বল নদীর জলে
তৃমি তৃপ্তি মেটাবে
অনাবৃত দেহের ছন্দে ভেজা স্নানে জলকেলির খেলা শেষে
জলের শরীরে হেঁটে গেলে
বকুল বিছানো ছিলো যে পথে।
তোমার শরীরে সুন্দরের ফুল
ফুটে আছে
শীতরাতে রক্তে জাগে যৌবনের দাবী
বুকের কাছে জাগে নির্জনতা
বিষন্ন মনে মাতাল প্রেমিক
বুকের গহীনে জ্বেলে রাখি
অনল আয়ত
এমনি নির্জনে তোমার ছায়া মূর্ত হয়ে উঠে,
একবার যদি ফিরে তাকাও দক্ষিনের জানালায়
দেখবে অনন্তকাল আমি হেঁটে বেড়াই
মানুষ যেভাবে পোড়ে
মনের গভীরে
নিজ হাতে নিজেকে পোড়াই
তোমার অপেক্ষায়।
Leave a Reply